ওভাবে তাকালে; হয়তো মুগ্ধ হতে!
মুগ্ধতা দেখতে পেতাম, তোমার চোখে
তবুও তাকাইনি!
তোমার দৃষ্টি, পুরো পৃথিবী জুড়ে; বিছিয়ে দেয়া গালিচা
দাঁড়িয়ে থেকেছে নিরব; চলে যাওয়া পথে
                        বিদায় সম্বর্ধণা জানাতে।


ফিরে আসিনি তোমার মুঠো ভরা জারুল ফুলগুলো নিতে,
পিছু ফিরেও আর দেখিনি তোমাকে।
হয়তো কাঁদছিলে নিভৃতে,
হয়তো চেয়েছিলে নিতে; আত্মহননের পথ,
তবুও চাইনি কেউ আমার জীবনে জরাক।
আমার স্পর্শ পেতে; ছড়িয়ে দেয়া তোমার হাত
আর শার্ট ভিজে যাওয়া কান্নার দাগ
দৃষ্টিগোচর হয়েছিলো ঠিকই,
তবুও তোমার স্পর্শের বাইরেই থেকেছি।


আমি চাইনি ঘর বাধতে, আর তাই চাইনি
শারিরীক সম্পর্কে জড়াতে।
মানসিক সম্পর্ক থেকেও দূরে থেকেছি ঠিক এই ভেবে,
যা প্রাপ্য; তা-ই-তো পাবো! এর বেশি চেয়ে আর কি হবে?
যা এখন কেউ দেবে, তা যদি দিয়ে চিরতরে সরে যায়?
তাহলে তো আমার এ হাসি ফুতকারে নিভে যাবে!
আর সে আমাকে যতটুকুন দিলো;
তার ভাগ পড়ে যাবে কমতিতে,
সে দেয়ায় অপূর্ণতা থেকে যাবে তার; জীবন সংগীকে।