মিথ্যে,
যতই সত্যের মতো সা জো
পারছ না মুখোমুখি দাঁড়াতে।
তার অন্তর্ভেদী আলো,নাড়িয়ে দিচ্ছে আমূল!
বদলে দিচ্ছে তার একান্ত।
হেরে যাচ্ছে বোঝাপড়ার স্ব পাঠ,
নীল নক্সায় গভীর ষড়যন্ত্র!


হাসির মোড়কে,নকল জটিলতার আড়াল
যে ব্যথা ঢেকে দিতে চাচ্ছ প্রলেপে,
প্রকট ততই সে,তোমার অনিন্দ্য সুন্দর সারল্যে।


সত্য,
এবার সময় হলো বলতে,
তুমি কী মুখোমুখি হবে?