হয় তুমি, নয় আর কেউ ই নয়!
অবশিষ্ট ই তার অভীষ্ট।
ঘুরে ফিরে দেখি; সেই তুমি-ই!


অতীত হাতড়ে দেখি, নেই!
নেই সেই আগের মত কিছুই,
যেভাবে হেঁটে বেড়া তো সে,
আস্তিন গুটিয়ে আকাশে
দু'পকেটে ভীরু দু'হাত গুঁজে,অধোবদন।


দুপুরের রোদে যেন; ছায়া নেমে আসতো!
অমন শান্ত চোখে; তাকিয়ে থেকে,
মুখ তুলে গভীর অনুভূতি মেখে,
যেভাবে দেখতো!
সেভাবে না দেখে ও; দুপুর আসে,
নি রবে দরজা র ওপাশ ঘেঁষে।
শুধু সে আর আসে না!
তুমি এসো।