চপলা সর্পিনীর চোখে কৈশোরের বালখিল্য
সরলা বলেই মাটির গর্তে অমন লুকোন।
বিভিষিকাময় লাগে ওদের চোখের কাঠিন্য!


কেন যে সহজকে নিয়ে অমন খেলতে আসো?
দড়ি আর সুতো প্যাচালে গিট লেগে যায়,তা তো জানো!
অন্যকে জড়াতে গিয়ে দেখো, নিজেই জড়িয়ে গেছ।
একে বেকে চলার পথে, মুচকি হাসে; এই ভেবে,
নিজেকে জটিল করে প্রকাশের কী অপ প্রয়াস!


সাপিনীর কাছে মন কেন যাবে?
তুমি নিজে সর্প স্বভাবের না হলে?
তুমি জানো সে তোমার মন জানে।
তোমার খোলসের ভেতরের তোমাকে চেনে।
খুব ভালো বোঝে যে তোমাকে
চেনা ঘ্রাণে; মনের ধারাপাত গুনে।


সরিসৃপে অহেতুক কেন করো ভয়?
নিজেকে আড়াল না করে;
নিজের মতই নিজেকে প্রকাশ হতে দিতে হয়!