সর্ষে ফুলের হলদে ভালোলাগা নিয়ে
শীত এসেছে হরিদ্রা
                   আগমনী গান গেয়ে।


বিরঞ্জিত প্রৌঢ় সময়!
স্মৃতির জাবর কাটে অষ্ট প্রহর।
বিষাদে ধুসর ধূলিঝড়।
এরই মাঝে দেখা তার;ভরা পূর্ণিমা
যেন হলি'র রঙে রাংগা!


নিরবে নিশ্বাস পতনের অপূর্ব কাপণ!
তার সাথে নেত্রপল্লব দোহের মিলন,
সযতনে আড়াল করে-
গুটিয়ে যেতে থাকা
জেগে ওঠা পদ্মনেত্র,
বিশ্বময় আকাশ দেখা!


অদূরে অদৃশ্য জল-তরংগ!
পদ্ম তুলিতে মেখেছে আজ প্রথম ফাগুন,
বিবর্ণ বসন্ত সাজে বাসন্তী সাজ,
চুলে তার প্রিয় ঋতু;আষাঢ়ের কদম-ছাট।