ধ্রুপদি শিল্পীই শুধু জানে
এসরাজের কী মর্ম
বোঝে সুরেলা সুর,
তাল-লয়-সম,
ঠিক কতখানি প্রয়োজন
আবেগের সংযম-;
শিল্পিত শিল্পায়নে


জানে
আরোহণ অবরোহণে,
সুরের প্রক্ষেপণে
কৌশলী নিয়ন্ত্রণ,
কোথায় কেমন ঘাত
সৃষ্টি করে নিতে পারে;
শৈল্পিক কারুকাজ।
কখন ছুঁয়ে দিতে হয়;
কোমল কড়ি মা,
তীব্র নিখাদ,
স্নিগ্ধ রেখাব।


তুমি যে তার সুধাহীন নীরস
জীবনের অমৃত;
বেঁচে থাকবার আশ্বাস,
সুরেলা এসরাজ; তুমি তার—
ধ্রুপদ সাধনার।