তোমার কথা না বলার ইচ্ছেটা
আকাশকে ঢেকে রাখে মেঘে।
অব্যক্ত ক্ষোভ ধুনে-; হুম-হুম!
খুনসুটির নিনাদ,
তারই ফাঁকে মুচকি হাসে, স্নিগ্ধা চাঁদ।
যেন কোত্থাও কিছু ঘটেনি, এমন ভাব


কাটামেহেদির ঝোপের আড়ালে; বন-গোলাপ।
বুনো পাখিদের ভীড়ে; সদ্য রমণ করা মাদকতা!
যেন মহুয়া ফলের অনুকরণে শিখে গেছে
ঘ্রাণ তৈরির গোপন কৌশল।
পালকের ওমে জমা, পাখি-মানুষের কাম।
পিঞ্জিরা চায় না, দেয়াল চায় না, বাসা বাঁধে না
উচাটন মনে কেমন যেন এক, অজানা বাসনা


দূরে থেকেও কাছাকাছি ওড়ে,
ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পরে
নরম ফেনা!
ঘাতহীন, নিঃশব্দ


ফেনিল স্রোতে, প্রগলভ বুদবুদে
ভাষা মিলিয়ে যায়---
যেন কিছুক্ষণ আগে আলাপচারিতা শেষে
বহুদিন আবদ্ধ থাকা ঘরের কপাট খোলার শব্দ!
শান্ত,
    সুগভীর,
          অনুভূতির ব্যগ্রতায় একাগ্র