এতো যত্নে শাবল আড়াল করে
কা'কে খুঁজতে;দিনকে দিন যাচ্ছ খুঁড়ে?
ঘেমে যাচ্ছ যে!
সব মুখ ঘুরে,সে-ই-তো সেই এক-ই মুখস্থ অবয়ব,
ভুলতে চাইলেও ভোলা যায় না যা কে,
পায়ের নীচে ফেলে;মাড়াতে না পারার জেদ,
দর্পচূর্ণ অহং ও খেদ
নিজেকেই অত:পর খায় যা কুড়ে কুড়ে!


এতো দেশ ঘুরে ও;কেন,ফিরে আসা
এই তিতাসের তীরে?
যার জল কী-না-
         বাড়ায় অস্থিরতা!
         বলে দেয় মিথ্যে অহমিকা
         ও তোমার পতনের কথা!


গোপনাশ্রু সামলে নিতে গিয়ে;ঠিকই তো বুঝো,
মুষল বর্ষণ ছাড়া;শিশিরে ভেজেনা যে কাঞ্চন জংঘা,
হাত কেন ভরে দেয় তার সর্ষে মেহ?


পায়ের কাছেই সুড়সুড়ি দিয়ে হাসছে দেখো-
পাথরকুচি পাতা,
তার সেবা নিও!