চুলো থেকে ভেসে আসছে; চালভাজার ঘ্রাণ,
কোচরে ছিলছি; সিম আর কাঁঠালের টালা বিচি।
'কষ্ট' নামে নষ্ট হয়েছিল জানে যে একদা সময়,
         কাদামাখা সুখ ঢালা সেই সমুদ্র সিথানে,
এমন আকাঙ্ক্ষা জন্মেছিল কেন, কে জানে?


মানুষ চেনে না; নিজেকে নিজেই কখনো,
অন্যে তাকে যাচাই করা ভিন্ন।
পাপ পুণ্য থাকে না বিচার ভালোবাসায়,
যদিওবা মানুষ ভালোবাসাকেই করে পণ্য।


ছুটে চলে অনন্তের ট্রেন............
সময় কোথায় হারাতে সময় পিছু ফিরে?
তবুও নির্জন বিকেলে কোনো, পাখির কূজন বন্ধ হওয়া সন্ধ্যায়,
যদি মনে পড়ে সেসব কথা! যদি মনে পড়ে যায়...


কী নাম দেবে তা'কে?
ভালোবাসা কি টেকে শুধুই বিশ্বাসের ধুপ জ্বেলে?
কিছু অবশেষ থাকে না কি তার ছাই চাপা?
কেবলই অনুরাগের নিরীখে, ভালবাসা কভু; যায় কী মাপা?