“আমি তোমার”... “আমি তোমার”...“আমি তোমার”...
বলছি দেয়াল তোকে,
তুই বলে দিস – ওকে।


“তুমি আমার”... “তুমি আমার”... “তুমি আমার”...
বলতে চাই আসলে তা’কে,
বলছি পাশের বালিশটাকে।


“জান-রে!” ... “ওহ জান!” ... “জান-টা!”
শুনছে জাপ্টানো বালিশ-টা,
মনে মনে বলছি জানের জান-পাখীটাকে।


“মরে যেতে চাই!”... “মেরে ফেলো!” ... “উফফফ! মরে যাচ্ছি!”
বাঘ সিংহের ভয়ে আছি কি?
উহু না! এই....বুঝে না!...ওহ.. কেন যে?
ভালবেসে সব বলছি আমার; গুন্ডাটা-কে!