সুহাসিনীর হাসিটি ঠিক আগের মতোই আছে!
তার হাসির গমক আর সেই চমক আজও সে
বেঁধে রেখেছে আনন্দে
                    ঝুলন দোলানো সুখে,
                                 স্বপ্নিল কার্নিশে।


তুমি এলেই, লুটিয়ে পড়বে সে
                                  হাসির গমকে।
আকাশ হতে তারারা পড়বে খসে,
ঝুর. . .ঝুর. . .বেলি ফুলের সাদা,
যতনে বেধে রাখা কেশে;
                            তার-
                            বিড়া খোঁপা থেকে।