কোকিলের গান থামিয়ে দিতে- এই ফাগুনে,
অন্য পাখি হন্যে হচ্ছে- ঈর্ষার আগুনে।
তবুও বসন্ত আসে ফুলসজ্জাতে,
শিমুল,কৃষ্ণচূড়ার লাল- কনে বধূর সাজে।


বণেতে আগুন যাদের,নেভায় কে?
কামনার শত কেলি;কাজে লাগেনি যে!
রুপে ঈর্ষা,গুনে ঈর্ষা,পুড়ে ওরা-নিজের দহনে,
হচ্ছেনা কাজ;কোনও ঔষধে,
আসল রোগ ওদের মনের কোনে।


সুখের চাহিদা প্রীতি- যামিনীর শশি,
ফাগুন হন্তক হায়! চেপে ধরে-
কোকিলের টুটি।