কতটা আঁধার প্রিয় তুমি?
কতখানি আড়াল দরকার তোমার
            অতল অন্ধকার খুঁজতে যেতে,
                                     নিমজ্জিত হতে?


যাও!ডুবে যেতে চায় মন যেখানে।
দিলে দিও;পূর্ণ ডুব সেখানে,
                     দেখো কী পাও?
ডুবে ডুবে জল যেন আর না খাও!
ডুব সাতারে ফোঁড় তুলে
আর কারো জীবনে যেন
এফোঁড় ওফোঁড় না করে- মন সুচ,
জীবন সুতা পরাও!


আলো হাতে দাঁড়িয়ে আমি,
আঁধারে অতৃপ্ততা শেষের পূর্ণ তৃপ্তি।
জানি আঁধারেরও শেষ আছে,
আলোর আলো কে অশেষ গন্তব্য মেনে তাই
আলোতে ই যবনিকা টানি।


আঁধার যদি সম্পূর্ণ ঠিকানাই হতো,
তবে কী মাতৃজঠরের নিরাপদ ও পবিত্র আধার ফুঁড়ে শিশু ভূমিষ্ঠ হতো;পৃথিবীর আলো দেখতে?


জীবন মৃত্যু পারাবার শেষে
সেই আবার আলো অভিমুখী,
সোনা মুখি সুচের ডগায় দেখি
তারই ঝলকানি!