দীঘল কেশে র সাথে;বয়ে নিয়ে গেছে সুসময়,
পতিত জমিনে বিছানো;উর্বর স্মৃতির সঞ্চয়,
এলো কেশ বেয়ে ভিড়ে না;সেই শুভ ক্ষণ,
বিনুনিতে বাধা একাকীত্ব,ব্যর্থ জীবন!


কাংখিত রাজপুত্র ছুটে কেন আসে না!
                         টগবগে সাদা ঘোড়ায়?
স্বয়ংবরা হতে চাওয়া;সুকন্যার আসন কেন পূর্ণ
                              ভাগারের ময়লায়?


স্বপ্ন দেখতে নেই,
রূপকথা সাজাতে নেই ওভাবে অবাস্তবে,
অলীক প্রাসাদে বাধতে নেই আশার ঘর,
ভাবতে নেই-
            আছে,
                 হবে,
                    সে তো আমারই,আমার ভেতর।
বরং সত্য এ-ই,
         "যা হবার তা হবেই!",
যে তোমার সে-ই রয়ে যাবে
          মনে,গোপনে
          কাছে কিম্বা থেকে দূর।


উদাসী দীঘল চুলে হানে;নীল ছোবল!
অযত্নে বিশুষ্ক;পড়ে থাকে খড়,অসমাদর।
কেশবতীর স্বপ্ন লুটয় ধুলায়!
পড়ে থাকে এলোমেলো;চুলের গাছা গুলো,
দীর্ঘশ্বাস ওড়ে
    ছেঁড়া পাণ্ডুলিপির পাতায়।