কোথাও কোনো ভুল তো ছিলো না!
ছিলো না পাপ আর কলংকের দাগ,
সৌন্দর্যে র ছিলো না কমতি,
গুণ ও বেশ,অগুনতি!
আচরণে শেফালী বরাবর ই অসাধারণ!
কান্তিমতী চেহারার ধরণ,
কেন তবে কেউ তাকে ভালোবাসেনি?
খেলার সাথী ও কেন বা তার জোটেনি?
উত্তর মেলে নি অতীত হাতড়ে এতটুকুন!
"জীবনে যা কিছু সমস্যা র উদয়,
সমাধান সব নিজেকেই খুঁজে নিতে হয়।"
কথাটি জানা হয় নি শেফালী র;কারো কাছ থেকে,
প্রেমের বলি হতে হয় বুঝি,ওভাবে কলঙ্ক মেখে?
যৌবনের প্রমাণ দিতে লাগে না-কী,
                              কারো প্রেমিকা হতে?


তবে কেন কেঁদে,যেচে,পেয়েও
মিরানার জীবন সাথী টি চলে গেলো-
      অসুন্দর মন আর দেহের সংস্পর্শে?
যৌবন আর কামনা ই যদি সর্বস্ব,
                 তবে "প্রেম" বলে কাকে?


এ-তো সেই শ্রাবণী,
যাকে দিয়ে ছিলো রাজন-
         প্রথম প্রেম পত্র,প্রথম স্পর্শ
         নিজ রাজ মন এর বিজ্ঞাপন,
তবে কেন শুরু থেকে শেষতক;সেই একই জন
দিলো তাকে,শূন্যতার দহন?


কলঙ্ক মেখে ছিলো সালেহা ও!
প্রেমের নামে গর্ভে তুলে নিয়ে ছিলো
নিজ গৃহ শিক্ষকের প্রেমের ফসল,
সালেহা কেন তবু প্রেমিকের প্রেমে থাকেনি?
তার দেহ মনের কোথাও তো এক প্রেমিকের
প্রেমের নামে এঁকে দেয়া কলঙ্ক ছাড়া;
অন্য আর কারো কলঙ্ক মাখে নি!?
সালেহার সে প্রেমিক ও মরে নি প্রেমের মরা,
মরেছে শেষতক ভয়ানক যৌন রোগে ভুগে,
গর্ভে র বাচ্চা সহ সালেহা অভাগী টা মরেছে-
কীটনাশক পানে,আত্মহননে।


ভালো কাউকে খুউব ভালো করে কেউ ভালো বাসতে জানে না,ভালো কে রাখতে চায় না সমাদরে আগলে,
প্রেম থাকে না প্রেমে,
প্রেম থাকে না জীবনে,
প্রেম থাকে কেবল "প্রেম" এর নামে-
          "প্রেম" না দিয়ে,
           ভান আর অভিনয়ে।