ফুল ফোটে- ঝরে যেতে,
গোলাপও তাই।
ঝরে যাবার নিয়ম মেনেই
বুঝি বা কেউ কেউ-
হৃদয়ও মাড়িয়ে যায়!


আতর বিক্রির মতো;নিলামে যায়-গোলাপের কদর।
গোলাপজল,গোলাপদান,গোলাপপাস
গোলাপের নামে তাদের নাম ঘেষে-ঘুষে,
কত কী যে দ্রব্য- বাজারে আসে!
লাল,গোলাপী,হলুদ- বেণী ও খোপা'র বিন্যাস,
নানান গোলাপের সাজ।


দেখেছি গোলাপ হাতে
একই জনকে বহু জনে যেতে,
সাজানো বাগান ধ্বংস হতে দেখেছি
গোলাপ-নিধক নারকীয় কীটে।


কাটা সহ গোলাপ তবুও সওয়া যেতো,
যদি সে গোলাপ একজনের হাত হতে পাওয়া,
মন থেকে দেওয়া-
একজনের জন্যই হতো।


রাস্তায় রাস্তায় গোলাপ যখন হয় পণ্য,
প্রেমিকের মত গোলাপও যখন চরিত্রহীন,
এক প্রেমিক বহু নারীতে;
একইভাবে যখন প্রেম বিলায়,
নারী মন নিয়ে খেল খেলে খেলে
যখন বাসনার নাচন দেখায়,
তখন 'প্রেম'-
কেবলই শব্দের অপলাপ।


চেয়ে চেয়ে দেখি-;প্রেম,
গোলাপ লাগে না যাদের,
প্রেমার্ত গোলাপ ফোটে-
পাখি পাখিনির ঠোঁটে ঠোঁটে।