কামনার শেষ যেখানে,
প্রেমের জয়ের শুরু সেখানে।
অদেখায়ও মেলে;
ছুঁয়ে না দিলেও চলে,
অব্যয়, অক্ষয়।
দেহের আধারে গোপণ জলের সঞ্চয়
টলে না যা, বর্ষায়ও না !
নিঙরায়ে দেহ; খুঁজো যে লালিত্য- কামজ রসে,
প্রেমহীণ কামনা দিয়ে যায় তারে ধোঁকা,
আর এই প্রতারণারই নাম না কী দাও- "ভালোবাসা"?!!!
প্রেম কী এতই সোজা?
ধরা কী দেয় এত সহজে সুর; বাঁশের বাঁশিরে ?
প্রেম সাধনার বিষয়, বিষয় গভীর উপলব্ধীরে।
এ সাধনা বুঝি সবার দ্বারা সম্ভবও নয়
ভালো লাগা থেকে না কী হয় ভালোবাসা?!
সাধারণে তারেই কয় "প্রেম" সেই অ-প্রেমেরে
হাবু্ডুবু খেতে খেতে কামনার সরোবরে; কামুক যত!
যৌবন খেকো; নিছক কামুক; কামনায় দিয়ে সাড়া
ডুবে গিয়ে নিঃশ্বাস বন্ধ হওয়ার কষ্টকে ভাবে-
প্রেমের কষ্ট।
দেহের সাথে দেহের মিলনাকাঙ্ক্ষাকে ভাবে প্রেম।
তাইতো মিলন দেখি- সোহরাওয়ারদি উদ্যানে,
জঙ্গলের আনাচ কানাচে, বোটানিক্যাল গার্ডেনে।
প্রথম মিলন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে যায় যে নারী,
সে হয় তোমার " প্রেমিকা"
শতেক নারীর ভোগে সিদ্ধ যে পুরুষ, তার নাম "প্রেমিক"?
যাকে ভালবাসা যায়, বেসেই যাও না হয়! ক্ষতি কী?
অনন্ত প্রেমে আছে স্বর্গীয় প্রশান্তি।
মিলনেও যা, অমিলনেও তা; স্থায়ী।
বদলায় না প্রেমের পাখী তার বাসা, এ ডাল থেকে ও ডালে
শিস দিয়ে যায় প্রেমিক প্রেমিকার মনে; অহর্নিশে . . . .