যতই চলবে ধার্মিক আর সাধু সাজবার ভান,
রসনা কামনা জৈবিকতা হবে; জীবনের উপাদান,
ততই চলবে ভন্ডামী, ঘটবে প্রেমের সহমমি


সাধনা আরাধনা ধ্যানে তো কোনও প্রদর্শণী থাকার কথা না!


ধর্ম কি মানুষ বাদে; শুধুই স্রষ্টার জন্য?
স্রষ্টা যে অমুখাপেক্ষী; তা যা'রা না জানে,
তা'রা কিসের ধর্ম মানে? কেন মানে?
            কার ধ্যানেই বা জমায় পুণ্য?


কোন সম্পর্কের নামে; কে হতে চায় তোমার?
যে তোমাকে বুঝে ভালোবাসে; সে তো সত্যিই
সম্পর্কে সম্পর্কিত; আত্মায় আত্মার!


তাড়াহুড়োর কিচ্ছু নেই, অস্থিরতারও নেই কিছুই,
থিতু হতে দাও! নিমগ্ন থাকো!
প্রাপ্তী তলানিতেই।