শরতের আকাশ জুড়ে সাদা
পেঁজা পেঁজা তুলট মেঘে ঢাকা,
তুলো র ফুল গুলো হাত দিয়ে নেড়ে;সরিয়ে
উরু উরু দীঘল খোলা চুলে;স্মিত সহাস্যে
লাবণি,ললাট জুড়ে যার; শিউলি বোঁটা র
কমলা-লাল ফাগ মাখা

আদিগন্ত তুলো র বাগান পেরিয়ে আসছে
আলো-আকাশের মেয়ে,
ওদের ওই একটাই আদুরে
বড় আহ্লাদে বেড়ে ওঠা!


পায়ের গোড়ালি জড়ানো কাশ ফুলের ডাটা
তারই লতার ফাঁকে
সূর্যমুখী ফুলকুঁড়িদের গুঁজে দেয়া
বিমুখ সূর্য,দিগন্ত ও স্বার্থপর!তা'তে কি?
এই যে,সারা প্রকৃতি জুড়ে কেমন খুশি!


এমন শারদীয়া প্রভা তে
শিউলি চোখে কেন তবু;ঘিরে আছে বিষাদ?
ঝরে যাওয়া মানেই তো হারিয়ে যাওয়া নয়!
দেখো আরো কতো শিউলি!
কেমন লুটিয়ে আছে;পূজ্যর অর্ঘ্য হতে!


এই নাও! দিলাম কাশ ফুলের দুল
কপালে পড়তে দিলাম টিপ
নীল আর সাদা র বুটি আঁকা
সা জো,যেমনটি ইচ্ছে!