পরজীবী মন বেড়ে ওঠে- অন্যের আশায়,
নরম বিরুত লকলকে;যেমন ছায়ায়।
নাজুক হলেও;ওতে রয়েছে-
কঠিন রোগের আরোগ্য।


তুমি কি ছায়ার রোগী?ছায়াতে মূর্ছা যাও?
না-কি রোদ পিপাসী?
ভেবে ঠিক করো- তুমি কোনটি।
তুমি যা তার বিপরীতে চলা ঠিক না!


আলো আর রোদ একপেশে,
একে অন্যের হাত ধরে পাশাপাশি হাটে।
আলো চাইলে রোদ পাওয়া যেতে পারে,
রোদ চাইলে আলো,তাই বলে কখনোই
ছায়ায় রোদ পাওয়া যায় না!
শুধু তার আলো প্রত্যক্ষ করা যায়।


যাকে যেমন মানায়!
ঝর্ণার পানি মিঠা,পাখিরা উষ্ণ
তরল সবুজ দুধ- ঘাসের বুকে লুকনো
এসবই সহজ সমীকরণে পাওয়া-
প্রাকৃতিক সেবা,
অকাতরে পেলে মানুষ যা'র মূল্য বোঝে না।
বোঝে বিপর্যয় এলে,নাম তা'র- দূর্যোগ।


নাম ফুলে ছড়ায় না- নি:স্বার্থ দানের সেবা।
কিছু মানুষেরও রয়েছে সুরভি প্রকৃতি,
নাম কুড়োনোর ইচ্ছে নেই,নিজের মুখে হাসি নেই,
মনের বাগানে যাদের আনন্দ হাটে-
অন্যের মুখে হাসি ফুটিয়ে।
সুযোগে কৃতিত্বের ট্রফি হাতে হাসে-দাতাল হাসি;
কিছু তৃণভোজী। তাদের নাম ইতিহাসে লেখা থাকে-
উৎপাদক,গণসেবক তালিকাতে।