সেই কন্ঠস্বরটি কি তোমার,
অহর্নিশ যা বাজে আমার কানে?
কী অদ্ভূতভাবে ঝুলে থাকে;শ্রুতিমাঝে!
যেনো শ্রবনেন্দ্রিয়গ্রাহ্য প্রিয় সে স্বর মাধুর্যকে
করে রাখা যাবে শ্রুতির মমি,পাথর ভাস্কর্যে।
পৃথিবীর সব শব্দ এসে মূঢ় যেখানে,
ফিরে যাবে পৃথিবী সেরা প্রগলভ,অধোবদনে।
যে এতদিন বলেই খুশি থেকেছে-
সে আজ বাক্ রুদ্ধ! তা'কে কিছুটা জেনে,
জেনেছে যে অধিক,তার কিছুই- না জেনে।