অপেক্ষায় নেই কেউ কোথাও
অপেক্ষায় নেই।


দখীনা ভেবেছিলো; মেঘ বুঝি তার অপেক্ষারত
তবে কেন সে পৌঁছুবার আগেই এমন বর্ষণ?
         বৃষ্টি জলে ভাঙল কেন শাল তমালের ঘুম?
     বুকের পশমে কে ছড়ালো আউশ ধানের ওম?


সবাই কারো না কারো অপেক্ষায় থাকে
সে-ও ছিলো কারো অপেক্ষায়
তবে সে অপেক্ষা পরিণতি পেলো কেন প্রতীক্ষায়?
                           নির্ঘুম রাত, ছটফটে দিন


অপেক্ষা কিসের?
প্রয়োজনের, না কি সাময়িক মোহের?