কেউ ছিলো না,নেই কোথাও
প্রসঙ্গ অপ্রসংগ জুড়ে শূন্য,
তবু জেনো,শূন্যতা নেই কোনো।
কেবলই মিথ্যা জুজু'র ভয় দেখানো।
ফিসফিস;বাতাসে ভেসে বেড়ানো।


বহু বছর ধরে শোনা যাচ্ছে এমন ই জনশ্রুতি,
কাহিনী রম্য। গানের সুরে আহ্লাদী,
হারমোনিয়ামের ভাজে হৃদয়-নিংড়ানো।
গিটার বাদনে,কবিতায়-  প্রেম মাখানো।


অথচ কেউ নেই কোথাও তার জন্য।
কেউ ছিলো না কখনো,
কেউ নেই এখনো।