কবুতরের সফেদ ডানায় নীল অপরাজিতা লাল
পাইন বন ছুঁয়ে মুছে দিয়ে যাও সব কষ্ট,
মেঘ বক তুমি যাবে কি ওড়ে- বৈকালিক ভ্রমণে?
গেলে যেও তবে ঝাউবন ঘেরা পাহাড়ের চূড়ে
একদিন যেথা বসেছিলো- আমার প্রিয়’র ক্লান্তি
সন্ধ্যা নিভু-নিভু, রাত্রি তখন ঘনায়ে
নিমগ্ন জলে বলেছিলো কন্ঠ ফিস-ফিস কথা –
      “ আমি বড় কঠিন মানুষ, পাহাড়ের মত শক্ত
        তবু তুমি কি আমার অনুরক্ত?’’