তুমি একটু অন্যরকম বুঝ,
তাই তোমাকে আমি আর বুঝাতে পারি না!
আমি যদি বলি ডানে চলো,
তুমি বলো, না; বামে-ই তো ভালো!


যা বলো; তা খুব দৃঢ়তার সাথে বলো
আর এভাবেই তুমি আমাকে তোমার
সামনে খুব অসহায় করে তোল।


আমি খুব কাছে থেকেও ছুঁতে পারি না!
ছুঁলেও সে স্পর্শ তোমাকে বোধ করি
স্পর্শ করে না।


আমার দিয়ে যাওয়া অনুভূতি তাপ
উবে যায় কাম-গলনাঙ্কে;
অন্য কারও খণিতে।
সস্তায়-ই-তো মিলে সব!
হৃদয়ের দামে দামী আর কে, বা কী?
ভালোবাসা বোধ জয়ী হওয়ার আগেই
রাসায়নিক তৃপ্তি হাসতে থাকে বিজয়িনীর হাসি;
পারদ স্ফুটনাঙ্কে।


হৃদ-স্পন্দনে, মায়ার বন্ধনে
উজাড় হতে চাওয়া উজানের টান;
উপেক্ষিত, উপদ্রবসম!
আকুল ইচ্ছেরা তাই পায় অবহেলা


প্রিয়কে পায় না।