তোমাকে বাঁধন দিতে-
মনকে বাঁধে,
        বিশ্বাসের সুঁচি শৈলী বুনটে।


এখানে নোঙর করে দৃষ্টি,
আরশিতে স্থায়ী হয়
               ভালো লাগার আনন।
আলগা হয় সন্দেহের
               কঠিন মাটি।


তোমার মনকে ছুঁতে-
বয়ে চলে শৈবলিনী,
              বন্ধুর গিরিপথ ধরে।


প্রচণ্ড হিমবাহে কখনওবা-
              উড়ে চলে তুষার কণা,
অসহ শীতল ব্যথায়
              জমাট বাঁধে বেলানিল;
                           বরফ পাথরে।