শত সহস্র বছরের নিয়ম ভেঙ্গে
সূর্যমুখীরা দেখো ফিরিয়ে নিয়েছে মুখ-
ওরা আজ জেনে গেছে,
মহা আলোর উৎস-খোজ।
উপেক্ষায় থেকে জীবন কাটানোর নাম যে
- দাসত্ব।


অপেক্ষা হওয়া চাই দু’জনে দু’জনায়।
সূর্যের অপেক্ষায় থেকে নৈরাশ্য
- আর নয়!
সূর্যমুখীরা তাই খুঁজে নেবে দেখো,
নতুন আলোর সাশ্রয়।


জীবন বোধের এমন বদল -
পাল্টে দিতে জানে, জীবনের মানে।