প্রতারণা আর মিথ্যে ছলা-কলা চারিধার।
পেতে রাখা আছে তাতে; মৃত্যু-মরন ফাঁদ।
ভাঙছে বিশ্বাস, ফুঁসছে সাগর; প্রতি-হিংসার।
লুণ্ঠিত ভরম, প্রলয়ী নদীর পাড়।


ছলনাময়ী নারীর মুখ ভেসে উঠতেই -
অলীক সুখের সন্ধানে; ব্যাধি তাড়িত মন
টানে- গাঁজা, ভাং, ইয়াবা, চরস, সুখন।
শান্তির আশ্রয় খোঁজে - মায়াবতীর মুখ থেকে মুখে,
আজীবন বিশ্বাসের এতটুকু প্রতিশ্রুতি - চোখ থেকে চোখে
অসহায় শিশ্নের উত্থান; হাতড়ায় মরুদ্যাণ,
আগ্নেয় লাভার স্রোত; মন-মরুতে দহন


প্রতিবারই চাই তার - অক্ষত যোণির আনকোরা ফাল্গুণী।
ছিনিয়ে আনতে ব্যর্থ যদিও; কাঙ্ক্ষিত সূর্য
সৌর-শিশু, নিস্ফল প্রোথিত বীর্য-বীজ
নপুংসক কাটে সময়, অনাবাদের ব্যর্থতায়।


তবুও সাময়িক এ সুখ; পৈশাচিক বিজয়ের ঝান্ডা উড়ায়-
নিথর রক্তাক্ত দেহে খেলে অলীক বিজয়ের হলি


হে ফাল্গুনধারী অক্ষত কুমারী; পূজারিণী প্রেমের,
বলছি তোমায় শোন আজ কানে-কানে,
            “ ভালোবাসা মানেই প্রেম নয়!
              ভালোবাসা মানেই নয় শুধু দেহের উজাড়।
              ভালোবাসা মানে, স্বপ্নীল দিনগুলোর
              অপেক্ষাকে করা দীর্ঘতর।
              প্রতীক্ষার ছায়ায় মায়ায়, হতে চাওয়া
              শুধুই একজনার।
              সাধনা, আরাধনায়; বিশ্বাসে থাকা চাই
              তাই ব্রীড়া, অনুঢ়া।"


প্রতি গৃহে কন্যা-কুমারী; জ্বেলে দিতে পারে এক-একটি প্রতিশ্রুতির আরতি,
হতে পারে শুদ্ধতার সেই ধূপ; অ-মিলনেও শান্তিকে
যে রাখে অটুট।
বৈধ মিলনে দিতে পারে যে সুসন্তান,
দেশ ও দশের বহ্নি-শিখা সে যে-
আশার বাতি।