কি করে স্বপ্ন দেখতে হয়?
কি করে তৈরী হয় অভয়?
জানা নেই। উত্তর দেয়-না
"কুন ফা ইয়া কুন" ।


তবে কি স্বপ্নরা আর আসবে না?
অভয় দেখে যেতে থাকবেই ভয়?
না-কি স্বপ্নরা আটকে আছে; ভাত-ঘুমে,
আলাদা করে চেনা যাচ্ছে না- ভয়, অভয়।


হেঁটে আসে না তাই অভয় আর কোনও স্বপ্নে
স্বপ্নরা হাঁটে একাকী, দূরাচারে ।