কাওকে খুউব বিশ্বাস করতে মন চায়
যেমন করে মনের ভিতরে; পাতানো থাকে ঘর বাড়ি,
রঙ্গিন ছাপার শাড়ি যেমন; সাজানো থাকে আলনায়!


কারও নিখাদ ভালবাসা পেতে চায় এ হৃদয়
যেমন করে প্রেম নিবেদন করি,
কল্পনায় সাজি তার পূজারী,
প্রিয়কে সাজাই "প্রিয়তম" মুগ্ধতায়!


মানুষটা যেন অবিকল হেঁটে যায়;
এঁকে দেয়া পথ আল্পনায়,
ধীর চলন, কবিতার চরণের মতন,
পেছনে হাত দু'টি; আটকানো মুষ্ঠি,
রেইল লাইন ধরে; হাঁটে তার পা,
একটু একটু বর্ণ শব্দ বাক্য হয়ে পার;
আরো সামনে… শব্দ অন্ত-মিলনে,
যেমন করে তার কষ্ট আড়াল; ঝুল আস্তিনে,
তেমনি…


অপেক্ষার রেলিঙে দাঁড়ানো গতি অপেক্ষায়
ভুল বৃষ্টিতে যেন আর; না ভিজে এই চোখ,
কারো আঙুল যেন;  না শাসায় অহেতুক,
অবরোধ দিয়ে যাও;প্রিয়! সকল ছলনায়।