তু‌মি ভা‌লোবাসো এ বিশ্বাস একদা ছি‌লো দৃঢ়।
কেমন ক‌রে ভা‌লোবাসা দি‌তে পা‌রো
তা ভে‌বে-
চো‌খের পাতায় স্বপ্ণরা হয়েছি‌লো গাঢ়।
এখন তু‌মি আছ, আছে ওরাও
স্বপ্নরা আসে, ভিড় করে চোখে
দে‌খে, অনুভ‌বে; ত‌বে-
দৃঢ়তায় ঠাঁই ক‌রে‌ছে, অন্য কোন বিষয়।
‌সে আর তোমার ভা‌লোবাসায় প্রত্যাশী নয়।


কৃ‌ত্রিম জৌলুসে সে, আগের চেয়েও
বেশি র‌ঙিণ, আকর্ষণীয়।
কেউ কেউ বলে, এ আকর্ষন না কি চুম্বকীয়!
চোখ দু'টোও কাঁ‌দে কম।
বো‌ধের সমীকর‌নেও এসে‌ছে দারুণ রকম বিবর্তন।
অথচ কত কাঁদতো সে, তোমার নিশ্চয়ই মনে আছে?
মেয়েটি তোমায় এত ভালবাসে! ভেবে;
মেপে মেপে কাঁদিয়েছ তা’কে,
শতকরা হারে - ভালবাসার পরিমাপে।
কান্নার জন্য যতখা‌নি নি‌র্বোধ হ‌তে হয়,
সে আর তা  নেই।

চাওয়া আর পাওয়ার হি‌সে‌ব না মেলার সেই দিনগু‌লো‌য়,
ভা‌লোবাসা খুঁজে, বুঝে না বুঝে- হি‌সেব ক‌ষে
যা মেলে; তার নাম - প্র‌লোভিত যৌবন।
‌হি‌সে‌বে আসে আরও কত কি!
মোহ, টান, লাভ লোকসান
আসলে এদের কেও-ই স্হায়ী নয়
সব-ই অস্থায়ী।