জানতেম,পার‌বে না!
এড়ি‌য়ে যা‌চ্ছিলেম তাই-
আপাত ভা‌লো লাগার মায়া, কায়া,
আধো আলো, আধো বিশ্বাসের ছায়া,
মাছেদের ক্রীড়া ও কলা।


জানি ডিম-পারা শেষ হতেই
থাকে-না আর অবশেষ; কোনও চাহিদা।
কাটে লাম্পট্যে ; মৎস-জীবনের বাকিটা,
কিংবা ভুলায়; মিথ্যে ছল ও চাতুরিতে,
অনাবেগী হা‌সি‌তে।


চুম্ব‌ণ আলিঙ্গনে জড়ানোর ক্ষণিক ও সাময়িক আহ্বাণ;
যার টান মূলতঃ অন্য কোন অষ্টাদশী চাঁদের ভরা যৌবন-
জল, মায়ার কৌশল, আগ্রহ বরাবর-ই তোমার যাতে,
আমার আগ্রহ আসে-না তেমন তাতে!
জানি মিথ্যায় আমার একেবারেই পোষায় না!


তাই তোমার বুতাম খোলা সমুদ্রে দিইনি ঝাপ,
পুকুরেই দেই ডুব।
খুব সহজেই তাই ফিরিয়ে দিতে পেরেছিলাম, তোমার-
নি‌বিড় পরশনের লোভ।