আমার আর অপেক্ষার সময় নেই
অপেক্ষাদের প্রতীক্ষার কাছে গচ্ছিত রেখে
তাই আমি চলে যাচ্ছি।
সময় নেই গাল ভরা সংলাপ শুনে দিন রাত কষ্ট-দহনে জ্বলবার।
সে আমায় ভালোবাসে কি বাসে না- ভাবনার বিশেষ সময় নেই আর!
সময় নেই তা'কে নিয়ে ভাবতে, তার অপেক্ষাতে থাকতে,
আসবে কি আসবে না- অপেক্ষার, ইত্যকার ইশতেহার।
আমি আসলে চলেই যাচ্ছি।


আমি কি অপেক্ষায় থাকিনি? আমি কি জাগিনি রাত?
যে রাত আমি কখনও নিজের জন্য জাগি না, ভাবনায় দুশ্চিন্তায়
পার করি না কখনো রাতের প্রহর, দেখি না রাত্রি জাগরণ শেষে
প্রদোষের ভোর, তা আমি তোমার জন্য জেগেছি, জেগেছি তো!
অপেক্ষায় থেকেছি তোমার ঘুম ভাঙ্গার, উচ্ছ্বাসে উল্লাসে ফেটে পরবার
তোমাকে দেখে, অপেক্ষার পর অপেক্ষার মানুষ তোমায় কাছে পেতে,
কান পেতে রয়েছি; কখন তোমার পায়ের শব্দ শুনি!
খুব সাবধানে আঙ্গুলে আঙ্গুলে শব্দের আগল খুলে; প্রেম বুণি,
কখন একটু কাছে ডাকো, কাছে আসো, কিংবা বলো- " এই শোন!"


অপেক্ষার পর অপেক্ষারা যখন দীর্ঘায়িত রাতে,
কবিতার পর কবিতার পাতা উল্টাতে উল্টাতে
আমি জেনেছি, আমার অপেক্ষারা পরিণতিহীন,
যতিহীন আমার এ মনের গতি টেনে দিতেই শুধু ব্যগ্রতা
স্থিতিহীন এ মনে করুণা ঢেলে দিতেই তোমার জিরনো
তাই আমি চলে যাচ্ছি।
আমি চলে যাচ্ছি-
হয়তো এক্ষুনি কিংবা খুব শীঘ্রই।
কিছু চাওয়ার থাকলে, বলার থাকলে
কোন ব্যথা কিংবা বেদনার কাহিনী,
ভালোবাসার কোন কথা কবিতার সালতামামী;
বলে ফেলো এক্ষুনি।
কারণ আমি চলে যাচ্ছি।
আমি সত্যি-ই চলে যাচ্ছি; এখনই কিংবা একটু সময় পর ...