আমি নরকে যেতে চেয়েছিলাম, পারি নি
বুঝলাম নরক আমার জন্য নয়, আমি ভিন জাত প্রানী।
নরকে যাবার পথ পেয়ে এগিয়ে গেলাম,
আলোক জ্বলা সুড়ঙ্গ হলাম।
আগুনের হল্কা-ও গায়ে লাগে নি।
আমি আলোর পথ ধরে, বহু বছর হেঁটে যেতে থেকে
আলো কে আরো আলোকিত করে পেতে
আলো জ্বালালাম।
আলোতে আলোকময় হ’লো রজনী !
বিশ্ময়ে অবাক তুমি,
এত মুগ্ধকরী রূপ ! এত অপরূপা নি-সাজে?
ফুঁৎকারে আলো নিভিয়ে দিয়ে; বানাতে চেয়ে রাত্রি
প্রেমিক হতে চেয়েও; ধর্ষক রূপে এগিয়ে এলে।
আমি হাসলাম, বল্লাম অপেক্ষা করো, ধৈর্য ধরো!
তোমার তরবারী তখনও শাণিত!
চকচক করছে নির্মমতা, হিংস্রতা আর লোভে।
নিষ্কাম পৌরষিক রূপে মুগ্ধ -
করে আমায়; কামনা জাগাতে পারো নি।
তোমার চোখ দেখে, শত নারীর চোখে চোখ রেখে-
এঁকে বেঁকে।
তোমার মন ডুবে, পঙ্কীল পাঁকে।
একক নারীতে বিশ্বাস জাগাতে পারে-
যে ধ্যানী চোখ, তা তোমার নয় ।
মন তোমার বিক্ষিপ্ত, যাচে বহূ নারী ! নারী নারীময় ।
বিশ্বাস, প্রেম, ধৈর্য , সংযম নিয়ে তুমি
শুধু-ই আমার হ'তে আসো নি ।
তুমি তাই আমার প্রেমিক হতে পারো নি ।
অতঃপর তুমি নির্বিকার হেঁটে যেতে থাকলে, অন্ধকার আরেক সুড়ঙ্গের দিকে,
আমি আবারো পা বাড়ালাম, আলোর পথে ।