বরফ-পাটকেল ছুড়ে;কেনো যে বৃষ্টির প্রতিবাদ!
তা মেঘই জানে।
গাছে-গাছে কোকিল ডাকছে ঠিকই,
কেবল আকাশটাই থমথমে।


এই ফাল্গুনেও কেমন উদ্যোমহীন,
সুর-লয়হীন,গম্ভীর!
যেন সব দায়-বৃষ্টির!


জলেরও বুঝিবা পা থাকতে আছে?
এ কেমন চাওয়া মেঘের?
বৃষ্টি কী করে পাবে- বিপরীত প্রকৃতি?
মেঘ থেকে বৃষ্টি না হয়ে বুঝি
বৃষ্টি থেকে মেঘ হয়?
না তা ও বা চাইছে কোথায়?
ঠিক কী চাইছে বুঝা যাচ্ছে না বলেই
এমন বিতিকিচ্ছিরি!


কে কা'র কাছে আগে যাবে;
তা নিয়েই গোস্যা,মন কষা-কষি!
ফলশ্রুতি- বৃষ্টি!
বরফ-শিলা আলখেল্লা পড়ে।