যেতে চাই না!
চাই না ফিরে যেতে ফের অতীতে,
ফেলে আসা নিঃশ্বাসের বেগনি বিষে।


মানুষকে বাচিয়ে রাখার অনুপযোগী
পরিত্যাজ্য নীল গরল গিলে যদি-
চিরহরিত উপহার দিতে পারে;সবুজ প্রশ্বাস!
প্রাণচাঞ্চল্যে কেন ভরিয়ে দিতে পারে না;মানুষ?
তবে কী মানুষ হেরে গেলো উদ্ভিদের কাছে?
মানুষ যা পারে না;উদ্ভিদ তা পারে,
নীলকে রুপান্তরিত করে সবুজে,
কষ্টকে আনন্দে,
জীবনের জীবন যে!


বর্জ্যের পুনর্ব্যবহারে; হতে পারে
অতীতের নবায়ণ সংস্করণ,
পুনর্মুদ্রণের সূত্র ধরে
সুন্দর জীবনের দিনগুলো কেনো
আর ফিরে আসে না?


অম্লজানসম বর্তমান
ছুটে আসে;সহজাত দানে,
ভবিষ্যতের রসদ জোটাতে;বিনা কার্পণ্যে।
দেবদারু;শিমুল;বট;অশথ-মহিরুহ এরা সব
ইতিহাসবাহী বর্তমানের প্রমাণ,
সমাজে শুদ্ধতা ফিরিয়ে দিতে এনে।