নোনা জল জমিয়ে গড়ে নিয়েছে জল ছাদ,
হাঁটে সে এক সেই ছা দে ছায়া ফেলে,
কখনো খেলে যায়
হাওয়ার আঁচল লুটোপুটি,
- "বান্ধবী হবি"?
- "না থাক! এ কাই থাকি,
  একা থাকা ই যেহেতু নিয়তি!"


পায়চারি করে যায় অবুঝ বালিকা মন,
সাদা মেঘ দেখে মনে পড়ে 'কালো মেঘ',
সে এক ওষধি!
কেশবতীর কালো চুলের সৌন্দর্য
ছুঁয়ে থাকার কথা ছিলো তারও,
হয়নি!


নানান ন কশায় মোড়া খোঁপা,
দুরন্ত দুই বিননী,
এলো চুল. . .
অবহেলায় পার করেছে সুসময়,
সে চুলের গোছা টেনে ছিঁড়ে নিয়েছে
কারো কাম ক্রোধ,
পায়ের ক্লেদ;মাড়িয়ে গেছে দ্বীপ
অধিকার দাবিতে,
মিথ্যে প্রতিশ্রুতি আর-
যুগল স্বর্ণাক্ষরে নাম লিখে.