খুঁড়তে থাকো!
আরও খুঁড়তে থাকো!
খুঁড়তে খুঁড়তে হতে হবে রক্তাক্ত।
হাত কাঁপবে,পায়ের শিরা টান টান হবে,
চোখ বিস্ফারিত করে ভাববে,
- এ যে মাংসের অসাধ্য!
নিজের সাথে তার হাত পা মিলিয়ে;
তুলনা করে দেখতে থাকবে,
বেচে আছো,কি মরে গেছো।


বলতে থাকো!
যত ইচ্ছে বলতে থাকো!
বলতে বলতে মুখের দু'পাশে ফেনা জমবে,
কথার সেই ফেনাগুলোই ফুট-ফাট ফুটতে থেকে
সত্য প্রকাশ করে যাবে,
আর তার নামের সন্মানীয় উচ্চারণে
মুখের থুথুকে পাবে-মৃগনাভির নির্যাসের ঘ্রাণে।
এ ঘ্রাণ তোমাদের কাছে অপরিচিত,
তাই তোমরাও তার দূর্ণামের অংশ।


মিশকের সাথে তারাই শুধু- পূর্ব পরিচিত,
যারা যিশু মাতা মারিয়ার-সংযমী জীবনের অনুসরক।


জানো কি সংযমের পুরস্কার?
তোমায় দেবেন প্রভু- স্বর্গের রাইয়ান দুয়ার।