ভিত;ভিত্তিহীন বাটানো অনুভবের অস্থায়ী খেলা ফুরোবে,এটাই নিয়ম।
ললাট লিখনকে দোষারোপ করে;
সট্‌কে যাবেই কিছু প্রতারক,
টিকে থাকবে যে যার সততা ও সত্যে,
অসাধুতা তৈরি করে ধোয়াশা
                   নিজের আঁধার থেকে,


ইচ্ছে ভুলে নিজেকে সাময়িক আলো থেকে
বঞ্চিত রেখে,দিনকে কেউ যদি বলতে চায় রাত
তাকে জানাই সুপ্রভাত!
দিনের আলোতে দেখে নেবেন নিজেকে।


সবার পরিচয় রেখে যায়;তার উপসংহার,
পরিণতি ই প্রমাণ।
সত্যের অপলাপ চলে না!


তুমি প্ররোচিত মানেই লোভী,
সামলে চলো!
পিছলে গেলে পথকে কেনো
দোষারোপ করো,বলো?