যে আমাকে পাওয়ার সে কেবল আমারই প্রতীক্ষায়!
তার দু'চোখেই আমার সেই কাংখিত জ্যোতি,
আর তার অন্ধ দু'চোখ দেখবে প্রথম আলো,
আমারই দু'চোখে।


সে এক সাধনায়;
       একক আরাধনায় পাওয়া
বর্ণহীন রঙ্গিন,
       জাগতিক রঙ আর পুষ্প বিহীন-
প্রথম আলোর বাসর।


আমাদের দৃষ্টি যুগল মিলনে হবে
আলোর ফুলের পরাগায়ন।
পাপড়িতে পাপড়িতে ছড়াবে রশ্মি পরাগ!


তোমার ত্বক নীচে জমে থাকা রক্তকণিকা
বিন্দু বিন্দু লাল অর্বুদে জানায় অভিবাদন!
তোমার সমগ্র অবয়বের ভাষা জানায় সম্ভাষণ!
তোমার নিরহংকার ও সু দৃঢ়তা করে সম্মানিতা
               সকল শ্রেষ্ঠত্বের অলংকরণে,
                          লাল গালিচা সম্বর্ধণায়।


আমিও অবারিত সবুজ পেতে রাখি;তা'কে গ্রহণে।
নিরংকুষ এই বিজয়ে হেঁটে যাই
                         তোমার আমি'র গন্তব্যে।
তুমি জানো,এ পথের ঠিকানা আমার জানা;
                              ঠিকানা না জেনেই!


আমাদের ঈশ্বর দেখিয়েছেন;একক আলোক পথ।
বাকি সব অন্ধকার! অজর
দেশপ্রেম;এই দুই প্রাণের সঞ্জীবক।