বৃষ্টিতে ভিজিয়েছে যে মরুর ঊষর
উজ্জীবিত তারই জলে উইপোকার ঘর,
আপন সব হয়ে গিয়ে পর;
ভুলিয়েছে আপন-পরের;পার্থক্য বিস্তর।


বৃষ্টিবিহীন দীর্ঘ খরাতে রেখে;প্রার্থীর জীবন,
দাতাও আদায় করে নিতে জানে;নিজের মূল্যায়ণ।


জলের দানের হিসেব যদি নেয়া যেতো,
সাগরও তবে ঋণী হ'তো,
ঋণ স্বীকার করে না শুধু সেই কুলাংগার,
বৈধতার আড়ালে থেকে বেজন্ম যার!


পৃথিবীর গৌরব থেমে যেতো
জলের কাছে ঋণে,
শৌর্যবান নয় কেউই;একক গৌরবে,
জলে জলময়ী মাতৃ জঠরের-;জল দ্বীপ বিনে।