রুমালচুরি খেলার বয়স পেরিয়ে এসেছি সেই কবে!
     অলৌকিক রুমাল দোলে আজো,অদৃশ্যে।
তাকে খুজতে ছুটি;এ ও'র পিছে,
রুমাল লুকিয়ে থাকে আড়ালে,
ধরা ছোয়া'র বাইরে।


যে আমাকে একটু ছুয়ে দেবার ইচ্ছেতে
খেলার মাঠ পেরিয়ে দৌড়ে নিয়েছিল তাড়িয়ে,
ভীতু হরিণির আকুতি চোখে,রোদন ভরা অনুরোধে
বলেছিলাম কেদে,
            - " ভাই, ছুয়ো না আমাকে!"


সেদিনকার অযাচিত সেই স্পর্শ এড়িয়ে
আজ সে বিশেষ সন্মানীয়, দেশ-বরেণ্য!
চক ডাষ্টার নাড়া চাড়া করা;মহৎ এক ছাত্রসেবী।


রুমাল খুজে খুজে ঘর্মাক্ত এই আমি;কখন যে
নিজের অজান্তে; নিজেই রুমাল হয়ে ওড়ে
দুই ভাজে সেটে আছি,
তোমার সাদা পিরানের; বাম বুক পকেটে।