ধীরে নিঃশ্বাস. . .
যেন বাতাস-ও না কেঁপে ওঠে; আশেপাশে।
নক্ষত্র হারানো রাত
দেয়ালে কেবল নিজের-ই ছায়া দেখে; জানলার কাছে


মন জুড়ে ভালো লাগা. . .
তোমার চোখের তারা দু’টো জ্বলে; কী গভীর বিশ্বাসে!
কেমন বদলে দিলে!
মেঘের বেগনি ছুঁয়ে স্বপ্ন এঁকে দিলে; চোখের কাজলে।


গোধূলির লাল রঙে সাজিয়ে ঘটালে;
নতুন সূর্যোদয়।
আকাশের তারাদের এক-এক করে পাঠালে এখানে,
বিরান জমিতে গড়ে নিলে সরু
নক্ষত্র-নদী।


তুমি সেই নদীতে ছায়ার ডিঙি হলে,
ভাসমান পূর্ণিমার চাঁদ হলে, আর-
আমার আকাশে হলে
নক্ষত্র স্থির।