যা দেয়া হয়; তা যদি অনুভূতির স্পর্শে দেয়া না হয়
বোধ আর অনুভবের প্রগাঢ়তা ছোঁয়া না হয়
তবে আর সে কেমন দেয়া?
খুব সহজ তবে এমন কিছু দেয়াকে ভুলে যাওয়া।


ভুলে যেতে পারবে? ভেবে দেখো তো?


যদি ভুলে যেতে দেয় অন্য কোন নিরাময়ক,
ভুলে যেও!
ভুলে যেতে পারলে বুঝতে হবে তা ভুল ছিলো।
ফিরে আসতে ইচ্ছে হলেও, ফিরে আসতে পারো!
যখনই আসবে, দেখবে তখনই সুসময়।
সুন্দরের বিচ্ছেদে সুন্দর অবহেলিতই রয়!


মিলনেই বাজে সুন্দরের বাঁশি
মিলনেই সুন্দর হয়ে ওঠে আরো সুন্দর!
পৃথিবীর সব সুন্দরই মুক্ত প্রকৃতির
যেমন- মুক্ত পাখি, প্রকৃতির পরাবাস্তব।
খাঁচায় পুরলেই তা ম্লান, বিষন্ন!