শীতের ওম,খাটি সর্ষের তেল মাখা।
ভেজাল কেন মেশাও?
সূর্য রঙে ঢেলো না ভুলে ও;অন্য রঙ,
বিশুদ্ধতা বড় বেশি প্রয়োজন!


জলরংগে তেল মিশিয়ে যে যা পায়,
তা- ছল,বিচ্যুতি,বিকৃতি।
এ যেন চোখ বুজে চুরি করে
কাকের;সাবান পাওয়ার মতো!
যা- না তা কে ধুয়ে ফর্সা করতে পারে,
না দেয়;অপরাধ থেকে দায় মুক্তি।


বৈধ অধিকারে কেনো দিতে যাও
            সিঁধেল চোরকে অধিকার?
ওরা সুযোগসন্ধানী।
অন্যের ঘরে সিঁধ কাটতে ঢুকায়
            লোভের ছুরি।
চোরাকারবার আর রাহাজানিতেই যাদের সিদ্ধহস্ত,
খাটি পেয়েও তাদের মন ভরে না!
ঘোল খেয়ে তাই ভুলে থাকতে চায়;
                           দুধ-মালাইয়ের প্রিয়ত্ব।


সত্য নিরেট,
কেটে ঠিক উপড়ে আনতে জানে
হীরক হৃদয় কেও,
বিবেক যাকে জপে অহোরাত্র,
তা কে উপেক্ষা করবার
থাকে কী কোন মন্ত্র?