চাইছিলে বুঝি,আঙ্গুর ফল ঝুঁকে
        পুরে যাক তোমার মুখে?
                         আসে নি


নদী দের পা নেই, ঝর্ণা দের ও না!
ওরা তাই পায়ে হেঁটে;সমুদ্র খুঁজতে ছুটে না!
নষ্ট জল-ই কেবল বয়ে যায়;আদিম ইচ্ছায়
                            গোপন অভ্যাস বশে
বেপরোয়া ছুটে চলে;জলের কেলি
            খেলাঘর স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে,
পেলেও চাহিদা বাড়ে,ফুরায় না!


স্বচ্ছ জলের প্রকৃতি;ক্লেদ জলে কখনো মেশে না!
উৎস ফুঁড়ে নেমে আসা জল নাচে;স্বভাব ছন্দে
খেলা ঘরের ছন্দ তাদের অচেনা.
পাহাড়ে উৎপত্তি বলেই;দৃঢ় পাহাড়ের কাছেই
                       স্বাভাবিক পরিণতি,নতি
ছুটে যেতে পারে স্বচ্ছ জলেরও ঝটিকা গতি,
মোহনায় এসে থমকে দাঁড়ায় যদি
                         কারো;প্রতীক্ষার স্থিতি,
আহ্বান জানায় যখন বিশ্বাসী খরস্রোতা স্রোত
                                বিলীয়মান হতে,
আমৃত্যু নরম নদীটির কানে শুনা তে
                                  মধুর পিরীতি


অন্যরকম যাওয়া চলনের ই স্খলন,
                      জলের যা কী-না;মানায় না!
"পা"হীন জলের ঝর্ণা, নদীর কাছে যেন
                   তেমনটা আশা কেউ করো না!  


সংযমে বাড়ে জলের আয়তন;সবিস্তারী
মেনে চলে;জলের শক্তি,বুঝবে নারী


তুমি কি তেমন কেউ?
ঋজু পায়ে দৃপ্ত হেঁটে যেতে পারে যে,নদী অভিমুখে?
তুমি কি তেমন জলযান,যার আছে এমন মায়ার টান
দূর থেকে টেনে আনতে পারে;নদীকে তার বুকে?
না কী তুমি তেমন,
পা থাকতে ও যে কী-না হাঁটে না;নিজ পায়ে?
তমিস্র ঘুট্‌ঘুটে পথে হেঁটে যায় যে,
                        গর্বোজ্জ্বল দিন এড়িয়ে!


না কী জলের গতি বদলে,দৃঢ় পা গজাক
ধাবিত হউক তোমার দিকে;এমনটা তুমি চাও?
স্বপ্নে আড়ষ্ট বুঝি তাই পায়ের চলন,তৃতীয় পা'টাও?