দোয়েল শিসে নতুন ভোর,
তমসা ঘন সর তোলা রোদ্দুর।
ঘাসের ডগা'য় স্থির শীতের শিশির,
মায়ের ভেজা চোখের পাতা তিত্তির!


কান্না শেষেও;জমা থাকে কিছু কান্না,
সবাই ভুলে গেলেও;যা কোনদিন
                     মা ভুলতে পারেন না!


যেমন ভোলে না বিরহী তার
                    চলে যাওয়ার দীর্ঘশ্বাস,
ভোলে না যেমন কেউ আদম হাওয়ার
                    স্বর্গ চ্যুতি র ইতিহাস।


সবুজ পাতা থেকে
তোমার চোখের আইরিশ সবুজ
                        পতাকা সবুজে।
বুকে দেদীপ্য;সূর্য জ্বলজ্বলে!
                        লাল প্রসবে।


কুমারী জরায়ু ছিঁড়ে;ছিটকে পড়া আর্ত নাদে
লোহিত প্রস্রবণ,
পৃথিবীর আলো দেখা যুদ্ধ শিশুর কেনো এমন,
সূর্য দহন?


মেহেদি তে হাত না রাংগিয়েও যারা বীরাঙ্গনা মা,
পতাকা র সসম্ভ্রমে কী তাদের ঢেকে দেয়া যেতো না? অন্য আকাশের সূর্য বলে কী,আলো পাবে না তার যোগ্য আলোর ঠিকানা?