গীটারে বাজছে ধুন;চলছে পিটারের আঙুল
থামে না বেহালা র ছড়,নোরা'র হাত বিচঞ্চল
উচ্চকিত মেঘের শ্লোগান,মুখর বৃষ্টি-মাদল
কেউ জানে না;কখন যে সে ফিরে আসে,
মন্ত্রমুগ্ধ জনতার স্রোত যার পিছে!


বাঁশি বাজবে, নির্ভীক পায়ে হেঁটে যাবে
উপেক্ষিত অগনতি লাশের পাহারা
আগুতে থাকবে ই ওরা!
এগুবে,
রক্তের দাগ ও একদিন মুছে যাবে।


চোখের জলের ধারা, ঝরবে না যদিও আর
ফিরে পাবে সবাই, যে যার প্রাপ্য অধিকার
রাষ্ট্র গতি পাবে, নতুন আইন পাশ হবে
বেহালা-ও থেমে যাবে, ক্লান্তিকর সুরে বেজে


কেবল অপেক্ষা থামবে না!


মিলিয়ে যাবে শুকিয়ে যাওয়া রক্তের উৎকট!
থেমে যাবে কান্নার বিলাপ,
আকাশ কেঁদে যাবে একা-
সরব বৃষ্টি রা,নি রব ঢাকা


রক্তের দাগ মুছে যায়,মুষল শ্রাবণ ধারায়- - -