ছায়ার বীরুতকে ছায়াতেই থাকতে দাও,
বিরক্ত করো না!
সাময়িক রোদের লোভ দেখিয়ে তা'কে,
সরে যেও না!


প্রকৃত সূর্য হলে-
ভান আর কপট ছলনায়
মিথ্যে অভিনয় করা লাগে না!
জানো তো? সূর্য ই অনন্ত,
চির সাথী;পৃথিবীর বুকে।
তা'কে তাই 'উজ্জ্বল নক্ষত্র' নামেও ডাকে।
তার কাছ থেকে উত্তাপ আলো ধার নিয়ে জাগে-
গোটা সৃষ্টি।


যে কেউ চাইলেই
ফুতকারে নিবিয়ে দিতে পারে না-
অন্তরের আলো,
তার প্রখরতা ঢেকে দিতে পারে না-
রাতের আঁধারও


প্রত্যাবর্তন নিত্যদিন তাই-
অংশু মালী জানটির কাছে,
শুভ সৃজনের সৌর বার্তা- শুভ কামনা নিয়ে।


হলে সূর্য ই হয়ো!
কেবল সূর্য হলেই থাকা যায়-
নারীর অনন্ত আকাঙ্ক্ষায়।
হতে যেনো পারো;কারো- প্রথম
দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ - - - পঞ্চম
- - - - - - - - অনন্ত আলো'র সূর্য!


প্রবল প্রতাপে বদলে দিও তখন
একান্ত সেই বীরুতের প্রকৃতি,
ছায়া থেকে হেঁটে চলে যেও অনন্য পা'য়,
বিবর্তনে গজালেও গজাতে পারে হয়তো-
উড্ডীন ডানা,বসবাসের স্থায়ী ঠিকানা
মাটির সাথে উল্লম্ব প্রতিদ্বন্দ্বিতায়।
হেঁটে গেলে যেতেও পারে সে কিংশুক,
অংশুমালী তোমার সাথে স্বেচ্ছায়,
চিরস্থায়ী সাথী হতে,অনন্তে।