মহা পূর্ণিমার আলোকোচ্ছাসে
চাঁদ না হাসে যদি; হৃদয়াকাশে,
ডুবে যেতে হবে তবে; ঘোর অমাবস্যায়!


সূর্যের ত্যাজ কী আর রাত্তিরে খাটে?


যামিনীর শ্রী- শশী চন্দ্রমনি
ঝিলমিল খিলখিল তারকা দ্যুতি,
ছেড়ে দাও সবটুকু সীমানা তা'কে!
জোছনার ফরাশ বিছিয়ে নিক সে তা'তে


অপেক্ষায় রও- ক্ষমতাধর দিবাকর!


দিনের কত্তৃত্ত্বে যদিও ধিরাজ; শৌর্য বির্যে তুমিই বর,
রাতে কিন্তু নও তা'র অধিপতি
পূজারিণী থেকো তোমার- রমণীয় মহারাণীর


যার কাজ যখন যা'কে যেভাবে মানায়!